মাতারবাড়ি থেকে এক কোটি টাকার চোরাই মালামাল উদ্ধার: নৌবাহিনীর সফল অভিযান

নুর মোহাম্মদ খান লিটু —দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী তার দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গতকাল (০৮ এপ্রিল ২০২৫) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট কক্সবাজারের মাতারবাড়ি রাজঘাট দক্ষিণ পাড়ায় অভিযান চালায়। অভিযানের সময় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট থেকে বিভিন্ন সময়ে চুরি হওয়া বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট কক্সবাজার জেলার মহেশখালীতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা। পূর্বে এই প্রজেক্ট এলাকা থেকে বিভিন্ন মালামাল চুরির অভিযোগ পাওয়া গিয়েছিল। এরই প্রেক্ষিতে নৌবাহিনী মহেশখালী কন্টিনজেন্ট বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি তালাবদ্ধ ঘর থেকে চুরি হওয়া অ্যাঙ্গেল বার, বিম বার, স্ক্র্যাপসহ বিভিন্ন নির্মাণসামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গেছে। এসব মালামাল স্থানীয় পুলিশের উপস্থিতিতে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। নৌবাহিনীর এমন অভিযান মাতারবাড়ি তথা দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Apr 9, 2025 - 19:57
 0  3
মাতারবাড়ি থেকে এক কোটি টাকার চোরাই মালামাল উদ্ধার: নৌবাহিনীর সফল অভিযান

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow