লক্ষ্মীপুরে চরের পুকুর থেকে কুমির উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদী সংলগ্ন চরের এক পুকুর থেকে প্রায় ১০০ কেজি ওজনের একটি কুমির উদ্ধার করা হয়েছে। এসময় বাবলু (২৫) নামে আহত এক জেলেকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর পরে অবস্থার অবনতি হওয়ায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর দুপুরে উপজেলা উত্তর চরবংশী ইউনিয়নের মেঘনা নদীর চরঘাসিয়া গ্রামের চর ঘাসিয়ায় মজিবুল পাঠান বাড়ির পুকুর থেকে স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগের কর্মীরা কুমিরটিকে উদ্ধার করেন। বন্যার শুরু থেকে ওই এলাকার জেলেরা নদী ও বিলে জোয়ারের পানিতে একাধিক কুমির ভাসতে দেখেছিলেন। পানি কমে যাওয়ায় এটি পুকুরে এসে আশ্রয় নেয়। এ ঘটনায় ওই এলাকায় কুমির আতঙ্ক বেড়েছে। মেঘনায় নদীর রায়পুরের উত্তর চরবংশী ইউপির চান্দারখাল স্থানে কুমিরের বিচরন নিয়ে আতংকিত রয়েছে বলে জেলেরা জানান।বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা আবদুল্লাহ কালবেলাকে জানান, তারা সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে বনবিভাগের সহযোগিতায় অভিযান চালিয়ে কুমিরটি উদ্ধার করা হয়েছে। উপজেলা বন বিভাগের রেন্জ সহকারী মতিয়ুর রহমান কালবেলাকে জানান, কুমিরটি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের নিকট এটি হস্তান্তর করা হবে। সম্প্রতিকালে বন্যায় দুই মাস ধরে কুমিরটি মেঘনা নদীর চান্দারখাল এলাকায় বিচরন করছিলো। নদীতে আরও কয়েকটি কুমির আছে বলে স্থানীয় জেলেরা দাবি করেছেন। রায়পুর উপজেলা বন কর্মকর্তা চন্দন ভৌমিক কালবেলাকে জানান, উদ্ধার কুমিরটি জেলার সহকারি বনসংরক্ষন কর্মকর্তার কার্যালয়ে সংরক্ষন রাখা হয়। রাতে কুমিরটি ঢাকায় পাঠানো হবো।

অক্টোবর 3, 2024 - 20:38
 0  6
লক্ষ্মীপুরে চরের পুকুর থেকে কুমির উদ্ধার

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow