শৈলকুপায় অগ্নিকাণ্ডে ৫ টি দোকান ভস্মিভূত
ঝিনাইদহ প্রতিনিধি—ঝিনাইদহের শৈলকুপায় অগ্নিকান্ডে ৫ টি দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে। পৌর এলাকার চৌরাস্তা মোড়ে অবস্থিত নিউ মার্কেট গেটের তুলার দোকানে বৃহস্পতিবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ও সাধারণ জনতা প্রায় ২ ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হলে আগুন নিয়ন্ত্রনে আনতে সহজ হয়। কিন্তু এরই মধ্যে ৫ টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়। জানা যায়, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে পৌর এলাকার নিউ মার্কেটের সামনে অবস্থিত মামুনের লেপ-তোষকের কারখানায় আগুন লেগে যায়। দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়লে আজাদের লেপ-তোষকের কারখানা ও নিউ মার্কেটে শাহাজাদার পোষাক তৈরির কারখানাসহ মোট ৫ টি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।পরবর্তীতে তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানা যাবে। অগ্নিকাণ্ডে ৫ টি দোকান ভস্মীভূত হয়েছে। কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।

আপনার অনুভূতি কী?






