খুলনা বিএনপির বিভাগীয় প্রশিক্ষাণ ও কর্মাশালা অনুষ্ঠিত

মোঃ ইসমাইল হোসেন (খুলনা) রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জন-সম্পৃক্তিকরণে বিএনপির খুলনা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।সকাল থেকে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন বিএনপি ভারপ্রাপ্ত বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ,তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল,প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু,গবেষণা বিষয়ক সম্পাদক শামিমুর রহমান শামীমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে শেষ পর্বে বিকাল তিনটায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি ভাষণ দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালায় খুলনা বিভাগের ১০ জেলার বিএনপি’র নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বলেন, আগামীতে দেশ কিভাবে পরিচালিত হবে সে বিষয়ে আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে। তাই সকলে মিলেই রাষ্ট্র কাঠামো মেরামতের কাজ করতে হবে, তাহলে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ আগামীতে প্রতিষ্ঠিত হবে

ডিসেম্বর 2, 2024 - 17:44
 0  5
খুলনা বিএনপির বিভাগীয় প্রশিক্ষাণ ও কর্মাশালা অনুষ্ঠিত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow