রামপালে সহকারী শিক্ষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি | রামপালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে ১০ম গ্রেড প্রদানের দাবীতে সহকারী শিক্ষক সমিতির এক মানববন্ধন স্মারকলিপি প্রদান করেন। বুৃধবার (৯ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পারিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা'র কার্যালয়ে গিয়ে স্মারক লিপি প্রদান করা হয়। শিক্ষকগণ ১০ম গ্রেড বাস্তবায়নের যৌক্তিকতা তুলে স্মারকলিপিতে উল্যেখ করেন, ৮ম শ্রেণিতে পাশ করা ড্রাইভারের বেতন ১২ তম গ্রেড। সেখানে শিক্ষকদের বেতন হয় ১৩ তম গ্রেডে। এভাবে উপসহকারী কৃষি কর্মকর্তার বেতন ১০ গ্রেডে। ইউনিয়ন পরিষদের সচিবদের বেতন ১০ম গ্রেডে, সেখানে উচ্চ শিক্ষায় শিক্ষিত টিচারদের বেতনের বৈশম্য চোখে পড়ার মত। এমতাবস্থায় সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডের যৌক্তিকতা বাস্তবসম্মত ও ন্যায়সঙ্গত দাবী। তারা প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্টতা সকলের সদয় দৃষ্টি কামনাসহ দাবী বাস্তবায়নে জোর দাবী করেন। পাশাপাশি দাবী আদায় না হলে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে দাবী বাস্তবায়ন করার প্রত্যায় ব্যাক্ত করেন। এ সময় বক্তব্য দেন, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি ও সমন্বয়ক মোঃ ইজাদুল হকের সভাপতি রামপাল উপজেলা সহকারী শিক্ষক সমিতির সহ সভাপতি শেখ নূর নবী টুকু, আলী আজগর, সাধারণ সম্পাদক হাওলাদার মানওয়ার হুসাইন, সহ সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দীপংকর কুমার পাল, শেখ আবু্ল বাশার, দীনতা, নাসরিন সুলতানা, সাজিয়া সুলতানা, ইমরান হোসেন, জাহাঙ্গীর কুদরতী, মোঃ খায়রুল আলম প্রমূখ।

অক্টোবর 9, 2024 - 15:46
 0  8
রামপালে সহকারী শিক্ষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow