আদালত প্রাঙ্গণে চিৎকার দিয়ে সোলায়মান সেলিমের ‘জয় বাংলা’ স্লোগান

আদালতে তোলার সময় চিৎকার দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন আলোচিত আওয়ামী লীগ নেতা হাজী সেলিমের ছেলে এবং ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে তাকে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় এ ঘটনা ঘটে। ঢাকার চকবাজার থানায় দায়ের করা হত্যা মামলায় গতকাল বুধবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে সোলায়মান সেলিমকে গ্রেফতার করে পুলিশ। আজ দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। তবে মামলার মূল নথি থাকায় পরবর্তী ধার্য তারিখে রিমান্ড শুনানি হবে বলে জানায় আদালত। আর সাবেক এ এমপিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে নৌকার টিকিটে এমপি নির্বাচিত হন সোলায়মান সেলিম। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে এমপি পদ হারান তিনি। তার বাবা হাজী সেলিমও বর্তমানে কারাগারে রয়েছেন।

নভেম্বর 14, 2024 - 17:38
 0  3
আদালত প্রাঙ্গণে চিৎকার দিয়ে সোলায়মান সেলিমের ‘জয় বাংলা’ স্লোগান

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow