দেশে আসেন, কাশিমপুরে ভালো ব্যবস্থা করা হবে: আ. লীগ নেতাকর্মীদেরকে জামায়াত আমির

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।। আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ ও মাটির প্রতি টান থাকলে একা পালিয়ে থাকবেন না। একা থাকার দুঃখ অনেক। দেশে ফিরে আসুন, আপনাদের জন্য কাশিমপুরে ভালো ব্যবস্থা করা হবে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলোর ‍উদ্দেশে জামায়াতের আমির বলেন, পদ-পদবি না পেয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। নিরীহ মানুষ হত্যার শিকার হচ্ছে। দেশের মানুষ এসব দেখতে দেখতে ক্লান্ত ও বিরক্ত। অনেক হয়েছে এগুলো বাদ দিন। তিনি আরও বলেন, সন্তানদের রক্তের ওপর দিয়ে চাঁদাবাজি, দখল, ঘুষ, মামলা বাণিজ্য চলবে না। আমাদের সন্তানরা দুর্নীতিমুক্ত একটি বৈষম্যহীন বাংলাদেশ চায়। একটি মানবিক ও দুঃশাসন মুক্ত বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমরা থামবো না। গণমাধ্যম প্রসঙ্গে তিনি বলেন, মিডিয়া সাদাকে সাদা ও কালোকে কালো বলবে। কিন্তু এখনও চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হলে, তাদেরকে হুমকি দেয়া হয়

জানুয়ারি 17, 2025 - 21:55
 0  1
দেশে আসেন, কাশিমপুরে ভালো ব্যবস্থা করা হবে: আ. লীগ নেতাকর্মীদেরকে জামায়াত আমির

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow