যশোর কোতোয়ালি থানার মোড়ের শিপ্রা টেলিকম থেকে ১১ বোতল বিদেশি মদ উদ্ধার আটক দুই

যশোর প্রতিনিধি: যশোর কোতোয়ালি থানা মোড়ের শিপ্রা টেলিকম থেকে ১১ বোতল বিদেশি মদ উদ্ধার হয়েছে। এসময় দুই জনকে আটক করা হয়েছে। আককৃতরা হচ্ছে কর্মচারী জুবায়ের ও আবু মুরাদ। ৮ অক্টোবর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের সদস্যরা এই আটক উদ্ধার করেছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। যশোর কোতোয়ালি থানা মোড়ের এক সময়ের শিপ্রা জুয়েলার্স এখন শ্রিপা টেলিকমে ফ্লেক্সিলোড ও মোবাইল ব্যাংকিং কার্যক্রমের অন্তরালে মদ বিকিকিনির অভিযোগ ওঠে। দেশি বিদেশি মদের কারবারের ওই অভিযোগে মাদক দ্রব্যনিয়ন্ত্রণ অধিদপ্তরের নজরদারি শুরু করেন। আর ৮ অক্টোবর রাত ৮ টার দিকেওই শিপ্রা টেলিকমে অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। উপ পরিচালক আসলাম হোসেনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে উদ্ধার হয় ১১ বোতল বিদেশি মদ। এসময় আটক করা হয় ওই টেলিকমের দুই কর্মচারীকে। আটক কমচারী জুবায়ের ও মুরাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ পরিচালক আসলাম হোসেন জানিয়েছেন, ১১ বোতল মদ উদ্ধার ও দুই কমচারী আটক করার ঘটনায় মামলা করা হবে। তবে ওই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। শিপ্রা টেলিকমের মালিক জড়িত আছে কিনা তাও তদন্ত করা হবে। জড়িত হলে তাকেও আটকের আওতায় আনা হবে। খোদ থানা মোড়ের অদুরে এ ধরণের কারবার হওয়ার ঘটনা বেশ ধৃষ্ঠতা বলেও জানান তিনি।

অক্টোবর 10, 2024 - 15:43
 0  8
যশোর কোতোয়ালি থানার মোড়ের শিপ্রা টেলিকম থেকে ১১ বোতল বিদেশি মদ উদ্ধার আটক দুই

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow