কুড়িগ্রামের ভূরুঙ্গামারী মহাসড়কে গাড়িতে আগুন —

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি ।। কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় "আহসান" নামের একটি যাত্রীবাহী গাড়িতে অনাকাঙ্ক্ষিত ভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে লাগা এ আগুনে বাসের প্রায় সবকটি আসন পুড়ে ছাই হয়ে গেছে। তবে, এখনো পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ নিশ্চিত করা সম্ভব হয়নি। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আহসান এন্টারপ্রাইজ এর ভূরুঙ্গামারী বাস কাউন্টারের ম্যানেজার নুর আলম জানান, বাসটির সিটের খুটি ভেঙে গেছে। সেটা মিস্ত্রি দিয়ে ঝালাই (ওয়েলিং) করছে। সেই ঝালাইয়ের আগুনের ফুলকি হয়তো বাসের সীটে পড়েছে। সেটা আসতে আসতে আগুনে রুপান্তরিত হয়ে বাসে আগুন লাগছে। এতে বাসটির সব কয়টা সীট পুড়ে গেছে। নাগেশ্বরী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের কন্ট্রাকটরসহ অন্য মিস্ত্রি ওয়েললীং এর কাজ করতে ছিল এ সময় সিটে আগুন লাগে। এতে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। আর ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ জানান, ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের দূর্ঘটনা ঘটেছে

জানুয়ারি 30, 2025 - 23:14
 0  4
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী মহাসড়কে গাড়িতে আগুন —

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow