তালায় রবি মৌসুমে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

কাজী জীবন বারী,তালা প্রতিনিধি:: তালায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ১২১০ জনকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৭ ই নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা কৃষি পূর্নবাসন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রম ও শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। বীজ ও সার বিতরণ ও উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব হাজিরা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক শেখ মোঃ রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি সম্পসারণ কর্মকর্তা কৃষিবিদ আফরোজা আক্তার রুমা। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, তালা উপজেলায় ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ফসল আবাদের লক্ষ্যে উপজেলায় বরাদ্দকৃত ২১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা,খেসারি ও রাসায়নিক সার বিতরণ করা হবে। তবে আজকে উপজেলার ৭ টি ইউনিয়নের ১২১০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে এবং বাকিদের আগামী ১১ ই নভেম্বর দেওয়া হবে। আজকে ৩২৫ জনকে বারি-৯,৬১০ জনকে বারি-১৪,২৫৫ জনকে বারি-১৭ সরিষা ও ২০ জনকে বারি-৩ খোসারি দেওয়া হয়েছে। ৫ জন সদস্যের গ্রুপে ১ কেজি সরিষা, ১০ কেজি ডেএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এবং ১০ জন সদস্যের গ্রুপে ৮ কেজি খেসারি, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

নভেম্বর 10, 2024 - 12:05
 0  7
তালায় রবি মৌসুমে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow