ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার গ্রেপ্তার

আবদুল্লাহ আল বিন জুবায়ের, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া পৌরসভার বিতর্কিত সার্ভেয়ার আব্দুল মান্নানকে নিজ বাড়ি থেকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। ছাত্র আন্দোলনে হামলা এবং হত্যা প্রচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে আব্দুল মান্নানের বিরুদ্ধে। একই ঘটনায় ইয়ামিন নামের এক যুবককে হত্যাচেষ্টার মামলায় তিনি ৫৭ নম্বর এজাহারভুক্ত আসামি। ভুক্তভোগী ইয়ামিন, যিনি কুষ্টিয়া সদর উপজেলার হাটশহরিপুর এলাকার বাসিন্দা, নিজেই মামলার বাদী। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন জানান, “আসামি আব্দুল মান্নান এজাহারভুক্ত। আজ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

Apr 25, 2025 - 21:06
 0  2
ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার গ্রেপ্তার

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow