মুদি দোকানের শাটারে ঝোলানো দুটি বোমা

মজনুর রহমান আকাশ মেহেরপুর -প্রতিনিধি - মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের একটি মুদি দোকানের শাটারে ঝোলানো অবস্থায় দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। গাংনী থানা পুলিশের একটি দল আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে এগুলো উদ্ধারে থানা হেফাজতে নেয়। স্থানীয় সুত্রে জানা গেছে, সীমান্তবর্তী তেঁতুলবাড়ীয়া গ্রামের দয়েরপাড়ার আশরাফুল ইসলামের একটি মুদি দোকান রয়েছে। আজ সকালে দোকান খুলতে গিয়ে শার্টারের সাথে নেটের ব্যাগে ঝোলানো দুটি বোমা সদৃশ্য বস্তু দেখে আতংকিত হয়ে পড়েন দোকান মালিক আশরাফুল ইসলাম। বোমার রাখার খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষেল মাঝেও আতংক দেখা দেয়। পরে পুলিশ এসে তা উদ্ধার করে। তবে কি কারনে কারা এই বোমা সদৃশ্য বস্তু রেখে আতংক ছড়িয়েছে তার উত্তর খুঁজে পাচ্ছেন না দোকান মালিক আশরাফুল ইসলাম। তিনি বলেন, আমার সাথে কার কোন বিরোধ নেই্। কেউ চাঁদা দাবিও করেনি। আতংক ছড়ানোর জন্য দুবৃত্তরা এটা করতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে রহস্য উদঘাটন করা হবে।

ডিসেম্বর 26, 2024 - 16:11
 0  2
মুদি দোকানের শাটারে ঝোলানো দুটি বোমা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow