শ্যামনগরে গ্রামবাসীর সহযোগিতায় বন বিড়াল উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করলো বন বিভাগ
মোঃ আব্দুর রহিম, শ্যামনগর সাতক্ষীরা থেকে - শ্যামনগরে গ্রামবাসীর সহযোগিতায় বন-বিড়ালটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করলো বন বিভাগ। সাতক্ষীরা শ্যামনগর উপজেলার হরিনগর এলাকায় সকালে উঠতেই গ্রামবাসীরা দেখতে পায় একটি বন বিড়ালকে। বন বিড়ালটি এলাকার বিভিন্ন বাড়ির আঙিনায় ঘোরাফেরা করতে থাকে। ওই এলাকার ইউপি সদস্যা নিপা চক্রবর্তী জানান, সুন্দরবন থেকে একটি বন বিড়াল লোকালয় প্রবেশ করে । বন বিড়ালটি হরিনগর এলাকার বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে থাকে, পরবর্তীতে আমরা গ্রামবাসীরা মিলে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন এর বন বিভাগ কে জানাই। সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বন স্টেশন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান বলেন, বৃহস্পতিবার গ্রামবাসীদের সহযোগিতায় বন-বিড়ালটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। বিড়ালটি গত বুধবার থেকে সুন্দরবন সংলগ্ন হরিনগর এলাকায় ঘোরাফেরা করতেছিল।
আপনার অনুভূতি কী?