যশোরের ঝিকরগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় আর্স বাংলাদেশের এক কর্মীর মৃত্যু
আশরাফুজ্জামান বাবু, ঝিকরগাছা (যশোর) : যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ব্যাংদহ গ্রামে ব্যাংদহ কাশিপুর সড়কের উপর বাঁশতলা মোড়ে ওহাব মাস্টারের বাড়ির সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত অনুপ কুমার শর্মা মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালি গ্রামের অধীর শর্মার পুত্র এবং আর্স বাংলাদেশ নামের এনজিওর প্রতিনিধি। প্রত্যক্ষদর্শীর বরাতে জানা যায়, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে ব্যাংদহ বাঁশতলা মোড়ে ওহাব মাস্টারের বাড়ির সামনে মোটর সাইকেলের সাথে বিচালী বোঝাই আলম সাধুর সাথে সংঘর্ষে আর্চ বাংলাদেশ নামক এনজিওর কর্মী অনুপ কুমার শর্মা ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। তিনি গ্রামের কার্যক্রম শেষে অফিসে ফেরার সময় আলম সাধুর সাথে ধাক্কা লেগে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন। উপস্থিত লোকজন পাশ্ববর্তী ব্যাংদহ বাঁশতলা মোড়ের পল্লী চিকিৎসক মো: সেলিম হোসেনের নিকট নিয়ে গেলে তিনি পরীক্ষা নীরিক্ষা করে মৃত ঘোষণা করেন। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু সংবাদ শুনে আমার অফিসার সহ সংগীয় ফোর্স নিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। মামলা করতে না চাওয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর এর প্রক্রিয়া চলছে।
আপনার অনুভূতি কী?