মাদক ব্যবসায়ী গোলাপী বেগম আটক
মো:জাহিদুল ইসলাম প্রতিনিধি,গাইবান্ধা - গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩১ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আব্দুল কাদেরের স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক টীম। বুধবার (২৫ ডিসেম্বর, রাতে) উপজেলা বোয়ালিয়া শিববাড়ীস্থ মাদক ব্যবসায়ী আব্দুল কাদেরের বাড়ি থেকে তার স্ত্রী গোলাপী বেগমকে আটক করা হয়। পরে আবু নায়েম মো. কাজী নুরুন্নবী বাদী হয়ে আটক গোলাপী বেগম ও তার স্বামী পলাতক আব্দুল কাদেরকে অভিযুক্ত করে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এজাহার দায়ের করেন। এজাহার সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার অভিযানে এসে অভিযুক্তর বাড়ি ঘেড়াও করে তল্লাসী চালানো হয়। তল্লাশীর বিষয়টি টের পেয়ে গোলাপী বেগম কৌশলে একটি ব্যাগে করে ১০ বোতল ফেন্সিডিল নিয়ে পালানোর সময় আটক হয়। পরে রান্না ঘরের মেঝের নিচে গোপন চেম্বার থেকে ২১ বোতল ফেন্সিডিল এবং খাটের নিচ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় সম্প্রতি মাদক মামলায় কারাগার থেকে জামিনে আসা অভিযুক্ত আব্দুল কাদের বাড়িতে না থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। মাদকদ্রব্য উদ্ধার অভিযানে অংশ নেন বিভাগীয় স্টাফ, পরিদর্শক মোস্তফা জামান, সিপাহী সাব্বির হোসেন, সুমন খান, খোকন মিয়া, মাহফুজার রহমান, মিজানুর রহমান, আখতারুজ্জামান ও গাড়ি চালক বেলাল হোসেন। মাদক উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আবু নায়েম মো. কাজী নুরন্নবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুভন্টে রেজিস্টারের ২৮৩/২৪ মোতাবেক অভিযান পরিচালনা করা হয়। এসময় আটক গোলাপী বেগমের হাতে থাকা শপিং ব্যাগ থেকে ১০ বোতল, রান্না ঘর থেকে ২১ বোতলসহ মোট ৩১ বোতল ফেন্সিডিল এবং খাটের নিচ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় লিখিত এজাহার করা হয়েছে যাহার মামলা নং -৩৭ /
আপনার অনুভূতি কী?