পিরোজপুরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন
মো: আজিম হোসেন, পিরোজপুর - বুধবার (২৫ ডিসেম্বর) পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন(যীশু খ্রিষ্টের জন্মদিন) উপলক্ষে নেছারাবাদ উপজেলা এলাকার ৬টি চার্চে প্রার্থনা,কেক কাটা, বাইবেল পাঠ,কীর্তন ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। উক্ত বড়দিন উপলক্ষে,পুলিশ সুপার পিরোজপুর খাঁন মুহাম্মদ আবু নাসের এর পক্ষ থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের, পিরোজপুর জেলাধীন নেছারাবাদ উপজেলায় অবস্থিত ক্যাথলিক গির্জা(জুলুহার), অক্সফোর্ড গির্জা(জুলুহার), সেভেন ডেস এডভান্টেজ গির্জা (জুলুহার),খ্রীস্ট মন্ডলীয় গির্জা (জলাবাড়ি),এর্জি চার্চ(কুড়িয়ানা) গির্জায় উপহার স্বরুপ কেক বিতরণ করেন। উক্ত গির্জাগুলোতে এ সময় উপস্থিত ছিলেন,ইন্সপেক্টর মো:লুৎফর রহমান-ডিআইও-২, ডিএসবি পিরোজপুর। ইন্সপেক্টর মো: তরিকুল ইসলাম-ডিবি পিরোজপুর। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,ইন্সপেক্টর বনি আমিন। ইন্সপেক্টর মিলন কুমার মন্ডল-ডিবি-পিরোজপুর সহ সকল গির্জার ফাদার ও ধর্মগুরু সহ খ্রিস্টান ধর্মাবলম্বী শতাধিক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। অতঃপর গির্জার ফাদার ও ভক্ত বৃন্দ,জেলা পুলিশ সুপার ও সকল পুলিশ কর্মকর্তাদের সাধুবাদ সহ দীর্ঘায়ু প্রার্থনা করেন।
আপনার অনুভূতি কী?