বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই মৃত্যু শয্যায়

যশোরের ঝিকরগাছা গাজীরদর্গা এতিমখানা মাদ্রাসা মাঠে বড় ভাইয়ের ক্রিকেট ব্যাটের আঘাতে ছোট ভাই আল হাসান (১৫) মারাত্মকভাবে আহত হয়। আহত ছোট ভাই আল হাসান এই মুহূর্তে জীবন মৃত্যুর সন্নিকটে। ঘটনাটি ঘটে (১৪ সেপ্টেম্বর ২০২৪) শনিবার সকালে। আ'ঘাতকারী বড় ভাই ও আহত ছোট ভাই আল হাসান গাজীরদর্গা এতিমখানা মাদ্রাসা'র সংলগ্ন এলাকার মৃত সোহাগ গাজীর ছেলে। আহত আল হাসান বর্তমানে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার বিষয়ে মাদ্রাসার সহকারী শিক্ষক রফিকুল ইসলাম জানান যে, সকালে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ক্রিকেট খেলা'কে কেন্দ্র করে বড় ভাই হুসাইন ও ছোট ভাই হাসান দুই ভাইয়ের মধ্যে মনোমানিল্য হয়। এক পর্যায়ে বড় ভাই হুসাইনের হাতে থাকা ক্রিকেট ব্যাট দিয়ে ছোট ভাই হাসানের মাথায় আঘাত করে। এ সময় হাসান গুরুতর আহত হয়। তাকে তাৎক্ষণিক উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। যশোর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান জানান যে, আহতের মাথায় গুরুতর আঘাত পেয়েছে, তার মাথায় গভীর ক্ষতর চিহ্ন রয়েছে। আগামী ২৪ ঘন্টা পার না হলে আমরা তাকে আশঙ্কামুক্ত বলতে পারছি না,' বলা যাচ্ছে না।

Sep 14, 2024 - 21:01
 0  8
বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই মৃত্যু শয্যায়

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow