ধুনটে পুলিশের উপর হামলা, আহত ৩, গ্রেফতার ২।

প্রতিবেদক: ধুনট (বগুড়া) প্রতিনিধি—বগুড়ার ধুনট উপজেলায় চাঁদাবাজির মামলায় গ্রেফতার হওয়া আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা চালিয়েছে স্থানীয় শ্রমিকদল নেতা ও তার অনুসারীরা। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে শ্রমিকদল নেতা আব্দুল মজিদ ও তার জামাই মহা আলম জীবনকে গ্রেফতার করে। আহত পুলিশ সদস্যরা হলেন—এসআই হারুনর রশিদ সরদার (৪৭), কনস্টেবল মোজাফ্ফর রহমান (৫৮) ও আয়নুল হক (৪০)। তাদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ সূত্র জানায়, চরধুনট গ্রামের ব্যবসায়ী রতন কুমার তার নিজ জমিতে বাড়ি নির্মাণ শুরু করলে ৮ এপ্রিল মহা আলম জীবন ও তার সহযোগীরা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে ১০ এপ্রিল রাতে তারা বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় রতন ১১ এপ্রিল মামলা দায়ের করেন। পরে রাত ১২টার দিকে পুলিশ মহা আলম জীবনকে গ্রেফতার করলে আব্দুল মজিদের নেতৃত্বে একদল লোক পুলিশের উপর হামলা চালায়। অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে থানায় নেওয়ার পর আবারও হামলার চেষ্টা হলে আব্দুল মজিদকে আটক করা হয়। ১২ এপ্রিল এসআই হারুনর রশিদ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৮–১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

Apr 12, 2025 - 23:00
 0  5
ধুনটে পুলিশের উপর হামলা, আহত ৩, গ্রেফতার ২।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow