স্কুল কমিটি গঠন নিয়ে বিরোধ, প্রধান শিক্ষকের হাত ভাঙল হামলাকারীরা.।
প্রতিবেদক: শালিখা (মাগুরা) প্রতিনিধি—মাগুরার শালিখায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ও পূর্ব বিরোধের জেরে প্রধান শিক্ষক মিজানুর রহমানের ওপর হামলা চালিয়ে তার হাত ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ছান্দাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিজানুর রহমান ছান্দাড়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মৃত নওয়াব আলী মোল্যার ছেলে। বর্তমানে তিনি মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার বাম হাত ভেঙে গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ মার্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করা হয়। এ নিয়ে স্থানীয় পল্লী চিকিৎসক রবিউল ইসলামের সঙ্গে প্রধান শিক্ষকের দীর্ঘদিনের বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় ছান্দাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে শিক্ষক মিজানুর রহমানকে জাহাঙ্গীর ও ইনছার নামের দুই ব্যক্তি পথরোধ করে হকিস্টিক ও লাঠি দিয়ে মারধর করে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে মিজানুর রহমান জানান, “বাড়ি ফেরার পথে তারা আমার গতিরোধ করে নির্দয়ভাবে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে।” শালিখা থানার ওসি মো. ওলি মিয়া বলেন, “ঘটনাটি বিদ্যালয় কমিটি গঠন ও পূর্ব বিরোধের জেরে ঘটেছে বলে জানতে পেরেছি। তবে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার অনুভূতি কী?






