শৈলকুপায় গভীর রাতে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট।
এইচ এম ইমরান, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের চরগোলক নগর গ্রামে এক প্রবাসীর বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত আনুমানিক ৩টার দিকে সিঙ্গাপুর প্রবাসী টিপু সুলতানের বাড়িতে এ ঘটনা ঘটে। প্রবাসীর বাবা আইনুদ্দিন শেখ জানান, রাতে খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে একদল সশস্ত্র ডাকাত বাড়ির গেট ভেঙে ভিতরে প্রবেশ করে এবং পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে। ডাকাতরা ঘর তছনছ করে প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি এখনো। তবে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, “বিষয়টি কিছুটা রহস্যজনক মনে হচ্ছে। এরকম বড় ধরনের ঘটনা ঘটলে তারা রাতেই পুলিশকে জানাতো। তবুও অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার অনুভূতি কী?






