অভয়নগরে ইহ্ইয়াউল উলূম ছাত্র কাফেলার বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত
অভয়নগরে ইহ্ইয়াউল উলূম ছাত্র কাফেলার বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত— অধ্যক্ষ এস এম খায়রুল বাসার অভয়নগর(যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে স্বনামধন্য মাদ্রাসা ইহ্ইয়াউল উলূম আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র কাফেলার ফাইনাল রাউন্ডের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ জানুয়ারি) দুপুর ১২ টা থেকে মাদ্রাসা মিলনায়তনে এই বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার পরিচালক মাওলানা মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এস এম খায়রুল বাসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ মোঃ মহিদুল ইসলাম খান টোকন। বক্তৃতা প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন মুফতি ইসমাঈল হোসাইন রাহমনি এবং মুফতি শহীদুল ইসলাম কাসেমী। বক্তৃতা প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মুমিনুর রহমান, মুফতি মাসউদুর রহমান, মাওলানা হাসান ইকবাল, মাওলানা ইসরাফিল হোসেন, হাফেজ মাওলানা আবুল কাশেম, হাফেজ মাওলানা তকিবুর রহমান, হাফেজ মাওলানা আঃ সালাম প্রমুখ। ইহ্ইয়াউল উলূম ছাত্র কাফেলার মোঃ মুজাককির আশরাফির সঞ্চালনায় বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মুহা. নাহিয়ান আহমাদ সিয়াম, মুহা. রবিউল ইসলাম, মুহা. ইব্রাহীম খলীল, মুহা. আহমাদ আলী, মুহা. মুস্তাফী ইসলাম, মুহা. ওমর ফারুক, মুহা. আবু হানযালা এবং মুহা. আব্দুল্লাহ সিফাত। বক্তৃতা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছেন ইহ্ইয়াউল উলূম ছাত্র কাফেলার আব্দুল্লাহ সিফাত, ২য় স্থান অধিকার করেছেন ওমর ফারুক এবং ৩য় স্থান অধিকার করেছেন আহমদ আলী
ফাইলগুলো
আপনার অনুভূতি কী?