রামপালে যুবদলের মেডিকাল ক্যাম্প রক্তদান

রামপাল (বাগেরহাট)প্রতিনিধি || রামপালে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন উপলক্ষে মেডিকাল ক্যাম্প ও রক্তদান কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার (৩০অক্টোবর) বিকাল ২ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে এ মেডিকাল ক্যাম্প ও সেচ্ছায় রক্তদানের এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। রামপাল উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মেডিকাল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ ফিরোজ কবির, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, সদস্য সচিব মোঃ মাজহারুল ইসলাম ইয়ামিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোল্যা তরিকুল ইসলাম শোভন, যুগ্ম আহবায়ক মাইনুল ইসলাম, মোঃ রায়হান প্রমুখ। মেডিকাল ক্যাম্প পরিচালনা করেন সম্মানিত অতিথি উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, মেডিকাল টেকনোলজিস্ট শরিফুল ইসলাম। মেডিকাল ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়। এ সময় যুবদলের নেতা-কর্মীরা সেচ্ছাসায় রক্তদান করেন।

অক্টোবর 31, 2024 - 17:58
 0  15
রামপালে যুবদলের মেডিকাল ক্যাম্প রক্তদান

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow