সাংবাদিক কন্যা"তাসমীন জাহান" এর শুভ জন্মদিন আজ

নিউজ ডেস্কঃ অনুসন্ধান মূলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রা'র যশোর প্রতিনিধি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির অর্থ-সম্পাদক, DPC বাংলা টিভি, ও গাংচিল tv, যশোর জেলা প্রতিনিধি, দৈনিক যশোরের কন্ঠ, দৈনিক অভয়নগর পত্রিকার স্টাফ রিপোর্টার, সাংবাদিক মোঃ আবুল বাসার. এর একমাত্র কন্যা "তাসমীন জাহান"(জীবন) এর ৫ম শুভ জন্মদিন আজ। আজকের এই দিনে পৃথিবী আলো করে তার মা-বাবার কোলজুড়ে জন্ম নিয়েছিল "তাসমীন জাহান"। এই শুভ জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন- অনুসন্ধান মূলক জাতীয় সাপ্তাহিক অগ্রযাত্রা পত্রিকার সম্পাদক-মেহেদী হাসান অর্ণব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান-খন্দকার আসিফুর রহমান, জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার প্রধান সম্পাদক ও নওয়াপাড়া প্রেসক্লাব সভাপতি- নজরুল ইসলাম মল্লিক, জাতীয় দৈনিক অভয়নগর এর সম্পাদক ও প্রকাশক,মোঃ শাহীন আহমেদ, মাই-টিভি যশোর জেলা প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম, আনন্দ টেলিভিশন যশোর জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন যশোর জেলা প্রতিনিধি মোঃ নাসিম রেজা, গাংচিল টিভির উপস্থাপাক ও কবি শেখ আলী আকবার (সম্রাট), এছাড়াও সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, মোঃ মিজানুর রহমান, অগ্রযাত্রা পত্রিকার ষ্টাফ রিপোর্টার মোঃ ইয়াছিন আরাফাত, ডি,আর, আনিস, প্রমূখ। এছাড়াও বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। সেই সাথে দীর্ঘায়ু কামনা করেছেন তাসমীন জাহানের দাদু ভাই-দাদী, ছোট্ট-চাচ্চু- সহ সকল আত্মীয় স্বজনরা আগামী দিনে সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষে দোয়া কামনা করেছেন। তাসমীন জাহানে’র শুভ জন্মদিনে আমরা এই প্রত্যয় করছি যে,,"এমন জীবন করিবে গঠন মরনে হাসিবে তুমি কাদিবে ভূবন"

Sep 20, 2024 - 23:59
 0  12
সাংবাদিক কন্যা"তাসমীন জাহান" এর শুভ জন্মদিন আজ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow