রামপালে সমুদ্রগামী মৎস্যজীবি ও জেলেদের সাথে বিএনপি নেতা ডক্টর ফরিদের মতবিনিময় সভা

মোতাহার মল্লিক , রামপাল (বাগেরহাট)থেকে || রামপালে সমুদ্রগামী মৎস্যজীবি ও জেলেদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে সমুদ্রগামী মৎস্যজীবি সমিতির সভাপতি মোঃ মোতাচ্ছিন ফারাজীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সুন্দরবন গবেষক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফা কামাল পাটোয়ারী, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, মৎস্যজীবি দলের সভাপতি মোঃ লিয়াকত আলি, সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, যুবদলের সিনিয়র সহসভাপতি মোঃ মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব এম, এম আলমগীর কবির বাচ্চু, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, সদস্য সচিব মোঃ মাজহারুল ইসলাম ইয়ামিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃমহিউদ্দিন কচি, উপজেলা ছাত্রদলের আআহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ। প্রধান অতিথি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মানের উন্নয়নে কাজ করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে আমরা উপকূলীয় জেলে ও মৎস্যজীবিদের পাশে দাঁড়িয়েছি। আপনাদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আমরা ডিসি, ইউএনও কে বলেছি। আপনারা মৎস্য সম্পদকে রক্ষা করছে, এ জন্য আপনারা সদকায়ে জারিয়ার সওয়াব পাচ্ছেন। আল্লাহর নেয়ামত সুরক্ষায় কাজ করছেন, এ জন্যে আপনারা সওয়াবের অধিকারী হবেন।সুন্দরবনে যেন কেউ বিষ প্রয়োগ করতে না পারে, বা কেউ যে বন উজাড় না করেন এবং বন্যপ্রাণী রক্ষায় কাজ করেন সেই দাবী করছি। আপনারা সৎভাবে জীবিকা নির্বাহ করছেন এ জন্য সাধুবাদ জানাই। আপনারা মাছ আহরণ করে আমাদের আমিষের চাহিদা পূরণে কাজ করছেন। আপনারাও সুন্দরবনকে রক্ষায় কাজ করবেন, দেশের সম্পদ রক্ষা করবেন। আমরা আপনাদের পাশে থেকে কাজ করবো। আপনাদের পরিবারের প্রতি খেয়াল রাখবেন, সুন্দরবন সুরক্ষায় সচেষ্ট থাকার আহবান জানান এই নেতা। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসহযোগী সংঘটনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং নারী পুরুষ উপস্থিত ছিলেন।

অক্টোবর 31, 2024 - 18:00
 0  22
রামপালে সমুদ্রগামী মৎস্যজীবি ও জেলেদের সাথে বিএনপি নেতা ডক্টর ফরিদের মতবিনিময় সভা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow