সাতক্ষীরায় সেনাবাহিনীর গাড়ি দুর্ঘটনায় ৫ সদস্য আহত

আবু জাফর, স্টাফ রিপোর্টার — সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর বাজার সংলগ্ন এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খাওয়ায় পাঁচ সেনাসদস্য আহত হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত সেনাসদস্যদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন সৈনিক রমজান (বুকে ও পায়ে আঘাত), সৈনিক সৈকত (কপাল, মাথা ও বাম কাঁধে আঘাত), সার্জেন্ট নজরুল, সৈনিক রায়হান ও মেহেদী (তিনজনই আংশিক আহত)। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ধুলিহর বাজার এলাকায় সেনাবাহিনীর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা সেনা সদস্যরা আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনীর একটি দল ও সদর থানা পুলিশের একটি টিম। এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

Apr 21, 2025 - 20:55
 0  3
সাতক্ষীরায় সেনাবাহিনীর গাড়ি দুর্ঘটনায় ৫ সদস্য আহত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow