গাইবান্ধায় জেলা মডেল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন।
জেলা প্রতিনিধি, গাইবান্ধা — “সব ধরনের অনৈতিক কর্মকাণ্ডকে না বলি, নতুন সমাজ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গঠিত হলো গাইবান্ধা জেলা মডেল প্রেসক্লাবের ২০২৫-২০২৮ সালের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি। শনিবার (তারিখ উল্লেখযোগ্য হলে দিতে পারেন) গাইবান্ধা জেলা শহরের প্রফেসর কলোনির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও ভোটের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। এতে উন্নয়ন সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে ক্লাবের নবযাত্রা সূচিত হয়। নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হন রানা ইকবাল রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন শাজাহান সিরাজ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি: মাহাবুব সহ-সভাপতি: সালাম আশিকী ও মেহেদী হাসান বাবু যুগ্ম সাধারণ সম্পাদক: লিটন মিয়া লাকু সাংগঠনিক সম্পাদক: তোহিদুর রহমান তুহিন কোষাধ্যক্ষ: সুজা মিয়া দপ্তর সম্পাদক: আবু বক্কর সিদ্দিক প্রচার সম্পাদক: সাগর রহমান ক্রীড়া সম্পাদক: মাহমুদ হাসান রিয়াদ সাহিত্য সম্পাদক: এ কে এম নুরুল আমিন কার্যকরী সদস্যরা হলেন: জাকারিয়া হাসান সুমন, মনিরুল ইসলাম মনি, মোস্তাক কামাল সুমন, শাহ আলম কিনু, এস এম মিজানুর ও মনিরুল হক। সভায় নবনির্বাচিত কমিটির সদস্যরা গণমাধ্যমের পেশাদারিত্ব, নৈতিকতা এবং জনসেবামূলক সাংবাদিকতা চর্চায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার অনুভূতি কী?






