খুলনায় গ্রেনেড বাবুর বা‌ড়ি‌তে যৌথবা‌হিনীর অ‌ভিযান; আটক ৪, অস্ত্র ও গুলি উদ্ধার 

শেখ মোঃ নাসির উদ্দীন, খুলনা: খুলনায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেপ্তারে নগরীর শামসুর রহমান রোডে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।  বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোর রাত ৪ টা থেকে শুরু হয়ে  সকাল ৮ পর্যন্ত চলে এ অভিযান অভিযানের সময়ে গ্রেনেড বাবু ও তার সহযোগী সোহাগের ঘর থেকে যৌথ বাহিনী নগদ টাকা, অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করে। এ ঘটনায় গ্রেনেড বাবুর পিতা, ভাই এবং ম্যানেজারের মাকে আটক করে তারা। এ সময় কুখ্যাত সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাসা থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি চাপাতি, ২টি মোটরসাইকেল এফ জেড ভার্সন টু ব্লু কালারের, ১২ লক্ষ ১২ হাজার টাকা এবং সোহাগ সৌরভের বাসা থেকে তের লক্ষ বিরানব্বই হাজার পাঁচশ তেপান্ন টাকা এবং ৪২৪০ ভারতীয় রুপি উদ্ধার হয়। খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন হোসেন মাসুম জানান, ঘটনাস্থল থেকে একটি ৯ এমএম পিস্তল, ৪ রাউন্ড পিস্তলের গুলি, একটি ম্যাগাজিন, একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির ৩৮ লাখ  টাকা এবং পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়। এ সময় রাব্বি চৌধুরী (২১),  সুমন (২৭), জুনায়েদ চৌধুরী (৭০) ও  মোঃ আরাফাতকে আটক করা হয়। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Apr 4, 2025 - 19:20
 0  2
খুলনায় গ্রেনেড বাবুর বা‌ড়ি‌তে যৌথবা‌হিনীর অ‌ভিযান; আটক ৪, অস্ত্র ও গুলি উদ্ধার 

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow