সরবরাহ বাড়লেও সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না ডিম

গত দুই দিন আড়ত বন্ধ থাকার পর রাজধানীর তেজগাঁও পাইকারি বাজারে স্বাভাবিক হতে শুরু করেছে ডিমের সরবরাহ। তবে সরকার খুচরা দর ১১ টাকা ৮৭ পয়সা বেধে দেয়া হলেও পাইকারিতেই প্রায় দেড় টাকা বেশি দরে বিক্রি করা হচ্ছে। রাজধানীর তেজগাঁও পাইকারি বাজারে হাহাকার থাকলেও মঙ্গলবার (১৫ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকেই আসতে শুরু করে সারিসারি ডিমভর্তি ট্রাক। তবে উৎপাদক থেকে ডিম পাইকারি পর্যায়ে আসতেই বেশ কয়েকবার হাত বদল হচ্ছে। আর এভাবেই প্রতিটি স্তরে অস্বাভাবিক হারে বাড়ছে ডিমের দাম। উৎপাদক এবং পাইকারি ব্যবসায়ীদের সাথে আলোচনা করে ডিমের বাজার দর নিয়ন্ত্রণে পাইকারি ১১ টাকা এক পয়সা আর খুচরা মূল্য প্রতি পিস ১১ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করে সরকার। তবে পাইকারি বাজারেই বিক্রি হচ্ছে ১২ টাকা ৫০ পয়সা। পাইকারদের দাবি, পিস প্রতি প্রায় দেড় টাকা বেশি দরে কেনার কারণে খুচরাতেও দাম পড়ছে বেশি। তবে খুচরা ব্যবসায়ীদের দাবি, উৎপাদক পর্যায়ে বড় বড় কোম্পানিগুলোর কারণেই ডিমের বাজারে এই নৈরাজ্য দেখা দিয়েছে। ক্রেতারা বলছেন, শুধু দাম বেধে দিলে হবে না; সরকার নির্ধারিত দরে বিক্রি হচ্ছে কি-না সে বিষয়ে কঠোর নজরদারি থাকতে হবে।

অক্টোবর 16, 2024 - 10:16
 0  4
সরবরাহ বাড়লেও সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে না ডিম

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow