সিলেট ৩৪ নং ওয়ার্ড বিএনপিতে বিতর্কিত খোকনের যোগদানের চেষ্টা, ত্যাগী নেতাকর্মীদের ক্ষোভ।

সিলেট প্রতিনিধি—বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন— স্বৈরাচার সরকারের দোসরদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। তবে তার এই নির্দেশ উপেক্ষা করেই বিএনপির অভ্যন্তরে বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসনের চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। সিলেটে জেলা যুবদল ও মহানগর স্বেচ্ছাসেবক দলের থানা কমিটিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের অন্তর্ভুক্ত করা নিয়ে তর্ক-বিতর্কের মধ্যেই আলোচনায় উঠে এসেছে শফিকুর রহমান খোকনের নাম। স্থানীয় ত্যাগী নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা খোকন এখন বিএনপিতে জায়গা করে নিতে মরিয়া হয়ে উঠেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, একসময় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতাদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন খোকন। জমি দখল, চাঁদাবাজি ও মাদক ব্যবসার মতো বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিনি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। বিগত সরকারের সময়ে তার গ্যারেজে মাদক সেবন ও ব্যবসা চলত বলে এলাকাবাসীর অভিযোগ। এমনকি সরকারের পতনের পরও তিনি ক্ষমতাসীন দলের নেতাদের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালাতে সহায়তা করেছেন বলে গুঞ্জন রয়েছে। এখন বিএনপির কিছু অসাধু নেতার সহায়তায় খোকন ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপিতে জায়গা করে নিতে চাইছেন। স্থানীয় ত্যাগী নেতারা অভিযোগ করেছেন, খোকনকে দলে ভেড়াতে মোটা অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। তার ফেসবুক প্রোফাইল ঘুরে দেখা গেছে, যেখানে একসময় আওয়ামী লীগ নেতাদের বন্দনা করতেন, এখন সেখানে বিএনপির প্রতি আনুগত্য প্রকাশ করছেন। এ বিষয়ে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, দলের আদর্শ রক্ষায় বহিরাগতদের পুনর্বাসন মেনে নেওয়া হবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী নেতাকর্মীরা এই বিতর্কিত ব্যক্তিদের দলে জায়গা দেওয়ার চেষ্টার তীব্র বিরোধিতা করছেন।

Apr 4, 2025 - 19:12
 0  1
সিলেট ৩৪ নং ওয়ার্ড বিএনপিতে বিতর্কিত খোকনের যোগদানের চেষ্টা, ত্যাগী নেতাকর্মীদের ক্ষোভ।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow