রামপালে জমি দেওয়ার কথা বলে নিরীহ নারীর টাকা আত্মসাৎ এর অভিযোগ

মোঃ ইকরামুল হক রাজিব স্টাফ রিপোর্টার রামপাল বাগেরহাট বাগেরহাটের রামপালে জমি বিক্রির কথা বলে অগ্রিম টাকা নিয়ে টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ বিষয়ে উপজেলার বাইনতলা ইউনিয়নের চাকশ্রী এলাকার শেখ আব্দুল হালিম’র ছেলে শেখ হাসান আলী’র বিরুদ্ধে একই এলাকার ইলিয়াস শেখ’র স্ত্রী তফুরা বেগম রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় দায়েরকৃত অভিযোগে তিনি উল্লেখ করেন অভিযুক্ত হাসান সম্পর্কে আমার আত্মীয়। সে ২০২২ সালের প্রথম দিকে আমার কাছে কিছু টাকা ধার নিতে আসে এবং সে বলে আমার কিছু জমি আছে সেগুলো পাওয়ার বনিয়াদে বিক্রি করব। আমি সরল মনে স্টাম্পে চুক্তিপত্র সম্পাদন করে তাকে ১ লক্ষ ৫০ হাজার টাকা তাকে দেই। সে আমাকে ইসলামী ব্যাংক’র তার স্বাক্ষরিত একটি চেক দেন। সে আমাকে বাগেরহাট জেলার অন্তর্গত রণবিজয়পুর মৌজা থেকে ০.০৩৫০ একর জমি দিবে বলিয়া অঙ্গীকার করেন। লিখিত অভিযোগে আরো জানান, কিন্তু পরবর্তীতে অনেক সময় চলে গেলেও সে আমাকে জমি দলিল করিয়া দেয় না। পরে জানতে পারি তিনি উক্ত জমি অন্যত্র বিক্রয় করিবার জন্য বায়নাস্বরুপ অন্যলোকের নিকট থেকেও টাকা নিয়েছে। এভাবে সে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নেয়, কিন্তু জমি দেয় না। সে এলাকায় এভাবে সরল সোজা মানুষকে ঠকায় এবং চিটারি কথা বলে টাকা আত্মসাৎ করে। আমি আমার টাকা বা জমি চাইলে সে বিভিন্ন দিন, তারিখ ও সময় দেখায় এবং এক পর্যায়ে সে আমাকে বিভিন্ন ভয়-ভীতি ও হুমকী-দামকী প্রদান করে। এ বিষয়ে অভিযুক্ত হাসান আলীর সাথে যোগাযোগ করার জন্য তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি)সেলিম রেজা জানান, আমরা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো I

অক্টোবর 31, 2024 - 18:01
 0  16
রামপালে জমি দেওয়ার কথা বলে নিরীহ নারীর টাকা আত্মসাৎ এর অভিযোগ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow