দেবহাটায় উপজেলা পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত।

দেবহাটায় উপজেলা পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত পুষ্টি সচেতনতা ও শিশু স্বাস্থ্য উন্নয়নে ২২টি দপ্তরের যৌথ উদ্যোগ মোঃ রিয়াজুল ইসলাম আলম, দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে উপজেলা পুষ্টি কমিটির সমন্বয় সভা। বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট অফিসার আবিদা সুলতানা। সভায় অংশগ্রহণ ও বক্তব্য রাখেন—উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এমএএইচ মঈনুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইদ্রিস আলী, ওয়ার্ল্ড ভিশনের প্রজেক্ট ম্যানেজার জগস্ময় বিশ্বাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় কুমার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান সহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি। সভায় জানানো হয়, সরকার ঘোষিত ২২টি দপ্তরের সমন্বয়ে গঠিত উপজেলা পুষ্টি কমিটি জেলার জনগণের পুষ্টি নিশ্চিতে কাজ করে যাচ্ছে। এতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়— খাদ্য উৎপাদন ও নিরাপত্তা নির্দিষ্ট পরিমাণে স্বাস্থ্যকর খাবার গ্রহণ শিশুদের খাদ্য গ্রহণে সতর্কতা সরাসরি ও পরোক্ষ পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এছাড়াও বিগত সভার সিদ্ধান্তসমূহ পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণ করা হয়। এই সভার মাধ্যমে শিশু স্বাস্থ্য, পুষ্টি সচেতনতা এবং সরকারি-বেসরকারি দপ্তরের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা আরও একবার উঠে আসে আলোচনায়।

Apr 23, 2025 - 21:33
 0  2
দেবহাটায় উপজেলা পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow