রংপুরে অস্থিতিশীলতা সৃষ্টির দায়ে আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের গঙ্গাচড়ায় পুলিশের পৃথক দুটি অভিযানে বুলবুল আহম্মেদ ও আখতারুজ্জামান মানিক নামে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ৯টায় অভিযান চালিয়ে গঙ্গাচড়া মহিলা কলেজের বাড়ীর সামনে থেকে বুলবুল ও  রাত ১০টার দিকে বেতগাড়ী বাজার থেকে আখতারুজ্জামানকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান। আটক দুই নেতা হলেন রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ  ও উপজেলার বেতগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান মানিক। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে গঙ্গাচড়া বাজারের পাশে নিজ বাসার সামনে থেকে বুলবুল আহমেদকে ও আখতারুজ্জামানকে রাতে ১০টার দিকে বেদগাড়ী বাজার থেকে আটক করা হয়। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল এমরান  বলেন, দুজনের বিরুদ্ধে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারার অভিযোগ রয়েছে । তাঁদের বিরুদ্ধে পুরোনো কোনো মামলা না থাকায় কোন মামলায় বুলবুল ও আখতারুজ্জামানকে আটক করা হয়েছে তা পরে জানানো হবে

Apr 11, 2025 - 18:35
 0  8
রংপুরে  অস্থিতিশীলতা সৃষ্টির দায়ে আওয়ামীলীগের ২ নেতা গ্রেফতার

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow