কুয়েটে ভিসির পদত্যাগ দাবি, অনশনে অনড় শিক্ষার্থীরা।

কুয়েটে ভিসির পদত্যাগ দাবি, অনশনে অনড় শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার অনুরোধেও অনশন ভাঙেনি কেউ, অসুস্থ ৯ জন শেখ মোঃ নাসির উদ্দীন, খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসির পদত্যাগ দাবিতে আমরণ অনশনে অনড় রয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) সকালে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙাতে বারবার অনুরোধ করলেও শিক্ষার্থীরা তাতে রাজি হননি। শিক্ষার্থীরা জানায়, "ভিসির পদত্যাগ ছাড়া কোনো আশ্বাসে কাজ হবে না, প্রয়োজনে লাশ হয়ে যাব কিন্তু অনশন ভাঙব না।" শিক্ষা উপদেষ্টা জানান, বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, খুব শিগগিরই তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবে। এদিকে অনশন চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে আরও ৪ জন অসুস্থ হয়ে পড়েছেন। সবমিলিয়ে ৯ জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ এবং তাদের মধ্যে ২ জনকে বাড়িতে নিয়ে গেছেন অভিভাবকরা। সকালে মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দল শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। একই সময়ে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। প্রসঙ্গত, ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের পর থেকেই কুয়েটে আন্দোলন শুরু হয়। শিক্ষার্থীরা ভিসির পদত্যাগসহ ৬ দফা দাবি তুলে ধরেন এবং ২১ এপ্রিল থেকে আমরণ অনশন শুরু করেন। এদিন সকাল সাড়ে ১০টায় খুলনার শিববাড়ি মোড়ে ইনক্লাবমঞ্চ ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়।

Apr 23, 2025 - 21:49
 0  2
কুয়েটে ভিসির পদত্যাগ দাবি, অনশনে অনড় শিক্ষার্থীরা।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow