ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে কয়রায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।
কয়রা (খুলনা) প্রতিনিধি: ফিলিস্তিনে চলমান ইসরায়েলি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কয়রায় বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় কয়রা সদরে বিক্ষোভ মিছিল শেষে তিনরাস্তার মোড়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস। প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন বিএনপি নেতা জিএম রফিকুল ইসলাম, আঃ মজিদ মিস্ত্রি, মাওলানা গোলাম মোস্তফা, মোতাসিম বিল্লাহ, মোস্তাফিজুর রহমান, মহররম হোসেন, প্রভাষক আবুল কালাম আজাদ, শেখ সিরাজুল ইসলাম, নাজমুল হুদা, মাস্টার জামাল ফারুক জাফরিন, আঃ গফফার, মাসুদুর রহমান, কামরুল ইসলাম, সাইফুজ্জামান, শফিকুল ইসলাম, জিয়াউর রহমান জিতু, রহমান ঢালী, যুবদল নেতা আহাদুর রহমান লিটন, জাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান খোকন, রাসেদ, মোস্তাফিজুর রহমান রাজু, আওছাফুর রহমান, আবুল হাসান, গোপাল সরদার, স্বেচ্ছাসেবক দল নেতা মফিজুল ইসলাম মুন্না, নজরুল ইসলাম, মোঃ মিলন হোসেন, শ্রমিক দলের আঃ রউফ, এ করিম, আজিজুল ইসলাম, মিকাইল, জাসাসের ডাঃ আমিনুর রহমান ইসলাম, ফারুক হোসেন, মাষ্টার আঃ রাজ্জাক, মৎস্যজীবি দলের আছের উদ্দিন, তাতীদলের আবুল কালাম, সিরাজুল ইসলাম, ছাত্রনেতা মেহেদী হাসান সবুজ, আম্মার হোসেন রাজু, সুমন, তৌহিদ, মেহেদী প্রমুখ। বক্তারা অবিলম্বে ইসরায়েলের হামলা বন্ধের দাবি জানান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন।

আপনার অনুভূতি কী?






