প্রতিবন্ধী শিশুরা ঘণ্টা বাজিয়ে জানান দিলো—'আমারও আছে শিক্ষার অধিকার।

শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে যশোরের চৌগাছায় অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক কর্মসূচি। বুধবার (২৩ এপ্রিল) আশরাফ ফাউন্ডেশনের আয়োজনে ‘ঘণ্টা বাজিয়ে দৃষ্টি আকর্ষণ’ শীর্ষক প্রতীকী এ কর্মসূচিতে অংশ নেয় প্রতিবন্ধী ও সাধারণ শিক্ষার্থীরা। একই সময়ে উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠান—মাশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাশিলা মাধ্যমিক বিদ্যালয়, মশ্যমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গধাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘণ্টা, ঢোল, বাসি ও মার্বেলভর্তি বোতল বাজিয়ে সচেতনতামূলক আওয়াজ তোলে শিক্ষার্থীরা। এ প্রতীকী কর্মসূচির উদ্দেশ্য—যেসব প্রতিবন্ধী শিশু এখনও বিদ্যালয়ের বাইরে, তাদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে সমাজ ও নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা। আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম. রাসেল আশরাফ বলেন, “শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার। প্রতিবন্ধী শিশুরাও যেন উপযুক্ত পরিবেশে শিক্ষা পায়, সেটি নিশ্চিত করতেই আমাদের এই প্রয়াস।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাশিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা সুলতানা, মাশিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান ও রুহুল আমিন, গধাধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইউনুচ আলীসহ সংশ্লিষ্ট শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া ম্যাপইন-সিবিআর প্রকল্পের ফিল্ড ট্রেইনার নজরুল ইসলাম, মামুনুর রশিদ বকুল, সাইদুর রহমান, রেজাউল করিমসহ আরও অনেকেই অংশ নেন এই সচেতনতা মূলক কর্মসূচিতে। আশরাফ ফাউন্ডেশনের মাধ্যমে বাস্তবায়িত এই কার্যক্রম শিশুদের কণ্ঠস্বর হয়ে উঠে—তারা বলেছে, ‘আমরাও স্কুলে যেতে চাই, আমাদেরও অধিকার আছে শেখার।’

Apr 23, 2025 - 22:41
 0  3
প্রতিবন্ধী শিশুরা ঘণ্টা বাজিয়ে জানান দিলো—'আমারও আছে শিক্ষার অধিকার।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow