মাহমুদুর রহমানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বাগেরহাটে সাংবাদিকদের মানববন্ধন।

বাগেরহাট প্রতিনিধি: মো. মিজানুর রহমান সাগর— দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকবৃন্দ ও আমার দেশ পাঠক মেলার সদস্যরা। বুধবার (২৩ এপ্রিল) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, মাহমুদুর রহমান একজন নির্যাতিত, আপসহীন ও সাহসী সাংবাদিক। তাঁর বিরুদ্ধে দায়েরকৃত মামলা একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। তিনি ইসলামী মূল্যবোধ ও ন্যায়ের পক্ষে অবিচল ছিলেন সবসময়, আর এ কারণেই তাঁকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। বক্তারা আরও বলেন, মাহমুদুর রহমানের নেতৃত্বে ‘আমার দেশ’ পত্রিকা বরাবরই দুর্নীতিবাজ রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ীদের অপকর্ম প্রকাশ করে আসছে। বিশেষ করে মেঘনা গ্রুপের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের তথ্য প্রকাশের পর গ্রুপটির চেয়ারম্যান মোস্তফা কামাল ভারতের চাপ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মামলার আশ্রয় নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন আমার দেশ পাঠক মেলার বাগেরহাট জেলা সভাপতি সুজাউদ্দিন মোল্লা সুজন এবং সঞ্চালনায় ছিলেন আমার দেশ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির প্রতিনিধি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ও এনটিভির প্রতিনিধি তরফদার রবিউল ইসলাম, সহ-সভাপতি এস এম রাজ, দেশ টিভির প্রতিনিধি এস এস সোহান, মোল্লাহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি এফ এম মফিজুল ইসলাম, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক এবং জেলার নয়টি উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ। বক্তারা মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান এবং মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানান।

Apr 24, 2025 - 02:52
 0  3
মাহমুদুর রহমানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে বাগেরহাটে সাংবাদিকদের মানববন্ধন।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow