অভয়নগরে মফিজ চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে প্রেমবাগ ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমানের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের আয়োজন এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এলাকাবাসীরা জানান, বিগত ১০বছর ধরে চেয়ারম্যানের দায়িত্ব পালন করার সময় জনগনের সাথে সম্পর্ক ছিন্ন করা ছাড়া গড়তে পারেনি কারোসাথে। ইউপি সদস্য জসীম উদ্দিন খোকন ও তবিবুর রহমান বলেন, আমাদের ইউপি সদস্যদের মধ্যে কারো দায়িত্ব না দিলে ভালো হবে। তবে পরিষদের কাজের জন্য আমরা সবসময় প্রস্তুত। এ সময় উপস্থিত এলাকাবাসীর মধ্যথেকে বক্তব্য রাখেন, শাহিন আলম, মশিয়ার রহমান, আগবার হোসেন কালু। ইউনিয়ন পরিষদের সচিব সিদ্দিক আলী বলেন, দীর্ঘদিন চেয়ারম্যান অনুপস্থিত থাকায় ফুসে উঠেছে এলাকাবাসী। প্যানেল চেয়ারম্যান আমিনুর রহমানকে দায়িত্ব দেওয়া হয় পরিষদের পক্ষ থেকে। কিন্তু তিনিও পরিষদে না আসায় ইউনিয়নবাসীর সেবা পেতে ব্যাহত হচ্ছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজ উদ্দিন বলেন, আমি পরিষদে না গিয়ে ও জনগনের জন্য সেবা দিয়ে যাচ্ছি। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত গ্রহন করবে আমি সম্মানের সাথে মেনে নিবো। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ বলেন, আমি ঘটনাটি সচিবের কাছ থেবে শুনেছি। ইউনিয়নবাসীর সেবা পেতে কষ্ট না হয়, তার জন্য ডিসি মহোদয়ের সাথে কথা বলে দ্রুত ব্যাবস্থা করবো।

আগস্ট 20, 2024 - 19:50
 0  37
অভয়নগরে মফিজ চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow