কালিয়ায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত বিএনপির পরিচয়দানকারী আ'লীগ নেতা
রাসেল মোল্লা নড়াইল : নড়াইলের কালিয়ায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন বিএনপির পরিচয়দানকারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ'লীগ নেতা আতাউর রহমান ওরফে আত্তাফ (৪৫)। ১ লা সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাবরা হাচলা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মুন্সীবাড়ি মসজিদ এর সামনে এ হামলার ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা কুপিয়ে আতাউরের মাথায় পেটে ও দুই হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন করে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান,আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় ক্ষমতার দাপট দেখিয়ে আতাউর রহমান আত্তাবের নেতৃত্বে ইউনিয়নের অনেক নিরিহ মানুষ মামলা হামলার শিকার হয়েছে অনেকের ক্ষত এখনও শুকাইনি। সেই রেস ধরে অত্যাচারীতরা এটা করেছে। যানাযায় দুর্বৃত্তরা ৩টি মোটরসাইকেলে ৬ জন এসে আতাউর রহমান এর মোটরসাইকেলের গতি রোধ করে এলোপাতারি কুপিয়ে হত্যার উদ্দেশে মাথায়, পেটে ও দুই হাত কেটে ফেলার চেষ্টা করে। এই ঘটনায় ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক পিকুল ও তার সমর্থকদের দিকে আঙ্গুল তুলছেন ভুক্তভোগীরা বলে জানান তারা। এ দিকে আহত আতাউর রহমানের এক স্বজন তাকে বিএনপির দলীয় লোক দাবী করলেও স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিলন মোল্যা ও ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রিপন শেখ বলেন, আতাউর রহমান কখনো বিএনপির লোক ছিলনা। এখন বিএনপির পরিচয় দিয়ে বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে। এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হক পিকুলের সাথে কথা হলে বলেন, তিনি শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন যাবত চিকিৎসার জন্য এলাকার বাইরে অবস্থান করছেন। এ বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।
আপনার অনুভূতি কী?