ঝিকরগাছায় দলিলে ঘুষের অভিযোগ।

স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছা সাবরেজিস্ট্রার অফিসে আবারও ঘুষের অভিযোগ উঠেছে। বন্টননামা দলিলে স্বাক্ষরের জন্য ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেছেন অফিসের দায়িত্বপ্রাপ্ত সাবরেজিস্টার শাহিন আলম। ভুক্তভোগী মো. আব্দুল্লাহ জানান, পারিবারিক সম্পত্তি ভাগাভাগির দলিল প্রস্তুত করে জমা দেওয়ার পর সরাসরি ঘুষ দাবি করা হয়। টাকা না দিলে দলিল লেখককে শোকজ ও লাইসেন্স বাতিলের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে একজন এডিশনাল সেক্রেটারির সুপারিশে ১০ হাজার টাকা নিয়ে দলিলে স্বাক্ষর করেন শাহিন আলম। অভিযোগ রয়েছে, তিনি নিয়মিতভাবে ঘুষ ছাড়া কোনো দলিলে স্বাক্ষর করেন না। প্রতি সপ্তাহে তিনি ঢাকার ফ্লাইটে যশোর আসেন এবং বৃহস্পতিবার টাকা নিয়ে ফিরে যান। এছাড়া তার বিরুদ্ধে ঢাকাতেও দুর্নীতির অভিযোগ রয়েছে। মোহাম্মদপুর অফিসে কর্মরত থাকাকালে দুর্নীতির মাধ্যমে কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে সংবাদ প্রকাশিত হলে তাকে ঝিকরগাছায় বদলি করা হয়। এ বিষয়ে তার বক্তব্য জানতে ফোনে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি।

Apr 23, 2025 - 19:59
 0  5
ঝিকরগাছায় দলিলে ঘুষের অভিযোগ।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow