সাতকানিয়ায় অস্বাস্থ্যকর জুস-লিচি তৈরির কারখানায় মোবাইল কোর্ট, কক্ষ সিলগালা

প্রতিনিধি: মোঃ মিজান, লোহাগাড়া (চট্টগ্রাম) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা বাজারসংলগ্ন একটি বাসায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা ভেজাল খাদ্যপণ্য জব্দ করেছে মোবাইল কোর্ট। শনিবার (১২ এপ্রিল) সকাল ১০:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযানকালে বাসার দুটি কক্ষে মজুদ থাকা বিভিন্ন জুস, লিচি জাতীয় পণ্য এবং কেমিক্যাল জব্দ করা হয়। এসব পণ্যের মোড়কে বিএসটিআই অনুমোদনসহ প্রয়োজনীয় তথ্য অনুপস্থিত ছিল। কক্ষ দুটি অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবহৃত হতো এবং এখান থেকেই সাতকানিয়ার বিভিন্ন দোকানে এসব ভেজাল পণ্য সরবরাহ করা হতো। জব্দ করা পণ্যের মধ্যে ছিল—মালিহা ফ্রুটস খালি কোটা ১,০০০টি, জেলি কোটা ৫০০টি, বিভিন্ন ব্র্যান্ডের লেভেল, মেশিন, রং, পাউডার, চা পাতা, মশার কয়েল ও ফুচকা ইত্যাদি। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব পণ্য রাখায় কক্ষ দুটি সিলগালা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর সরোয়ার কামাল, বাংলাদেশ সেনাবাহিনী, সাতকানিয়া থানা পুলিশ এবং ভূমি অফিসের কর্মচারীরা। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Apr 12, 2025 - 23:23
 0  2
সাতকানিয়ায় অস্বাস্থ্যকর জুস-লিচি তৈরির কারখানায় মোবাইল কোর্ট, কক্ষ সিলগালা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow