“ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কলেজ ছাত্র সোহানের মরদেহ দুই দিন পর উদ্ধার”

এস, এম নিরব,(চিলমারী) কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ কলেজ ছাত্র সাইদুর রহমান সোহান (২২) এর মরদেহ দুদিন পর আজ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (৬ই অক্টোবর) সকাল ১০টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার, কামারজানি এলাকায় থেকে মরদেহটি উদ্ধার করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে নিহতের স্বজন ও নৌ পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে আসেন। এর আগে গত শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় চিলমারী নদীবন্দর এলাকার, ব্যাঙমারা ঘাট এলাকা গোসলে নেমে নিখোঁজ হয়েছেন সোহান। নিহত সাইদুর রহমান সোহান রংপুরের কাউনিয়া উপজেলার, হারাগাছ জুম্মাপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে ও স্থানীয় একটি কলেজের অর্নাসের অধ্যায়নরত ছাত্র। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, নিখোঁজ সাইদুর রহমান সোহান তার আরও ৮-১০জন বন্ধু মিলে গত শুক্রবার চিলমারী নদীবন্দরে বেড়াতে আসেন। ঘোরাঘুরি শেষে সাইদুর রহমান সোহান সখের বসে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা নদে তল্লাশি করে তার সন্ধান পাননি। চিলমারী ফায়ার সার্ভিস স্টেশন ইনর্চাজ নারায়ণ চন্দ্র বর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ ব্রহ্মপুত্র নদের ভাটি এলাকার, সুন্দরগঞ্জ উপজেলা কামারজানি থেকে উদ্ধার করেছেন স্থানীয়রা। এর আগে আমাদের ডুবুরি দল নদে অনেক তল্লাশি করে তার সন্ধান পাননি। চিলমারী নৌ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আহম্মেদ জানান, সোহানের মরদেহ আজ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অক্টোবর 7, 2024 - 13:43
 0  3
“ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কলেজ ছাত্র সোহানের মরদেহ দুই দিন পর উদ্ধার”

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow