কেশবপুরে বাংলাদেশ দলিত পরিষদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার সদর ইউনিয়ন কমিটির সাথে (২৬ সেপ্টেম্বর২০২৪) বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ দলিত পরিষদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর পশুহাট সংলগ্ন পরিত্রাণ সংস্থার সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন লিটন দাস। অতিথি হিসেবে বক্তব্য দেন, কেশবপুর উপজেলা কমিটির সভাপতি সুজন দাস, পরিত্রাণের কর্মসূচী সমন্বয়কারী রবিউল ইসলাম, প্রজেক্ট অফিসার উজ্জ্বল দাস, ইভেন্ট অর্গানাইজার যোসেফ সরকার, ফিল্ড ভলান্টিয়ার সুমন দাস, সাবেরা খাতুন প্রমুখ। এছাড়াও মুক্ত আলোচনায় বক্তব্য দেন, উজ্জ্বল দাস সাধু, পারুল বিশ্বাস, সুভাষ চন্দ্র দাস, রমেশ দাস, টুম্পা রায়, জয়ন্তী দাস। এ সময় বক্তারা তাদের বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ দলিত পরিষদের প্রতিনিধিরা অতিবৃষ্টিপাতের ফলে সৃষ্ট স্থায়ী জলাবদ্ধতায় আলতাপোল দাসপাড়া, খতিয়াখালি দাসপাড়া ও মধ্যকুল জেলেপাড়ায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়ানোর জন্য উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিকট দাবি জানান। তারা বলেন, আলতাপোল দাসপাড়ার ৩৫ টি পরিবার জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওই ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বাড়িঘর ছেড়ে অন্যত্র অবস্থান করছে। তাদের আয় রোজগার না থাকায় এবং পরিবারের শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে। সৃষ্ট জলবদ্ধতার শিকার বিভিন্ন পরিবারের সদস্যদের শরীরে ব্যাপকভাবে দেখা দিয়েছে চর্মরোগ, চুলকানি সহ পানিবাহিত নানান রোগ। অপরদিকে মাছের ঘের ভেসে যাওয়ায় মাছ ধরার কাজ বন্ধ হয়ে জেলে সম্প্রদায়ের মানুষরাও বিপাকে পড়ে মানবেতর জীবন যাপন করছে। তাদের পরিবারে ব্যাপক খাদ্য সংকট দেখা দিয়েছে। উক্ত সভা থেকে সকলেই স্থানীয় প্রশাসনের কাছে এমন দুর্ভোগ থেকে মুক্তি পেতে দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

Sep 26, 2024 - 20:55
 0  4
কেশবপুরে বাংলাদেশ দলিত পরিষদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow