মণিরামপুরে দেবরের বিরুদ্ধে ভাবীর সংবাদ সম্মেলন: স্বামীর বাড়ি দখল ও হত্যার হুমকির অভিযোগ।

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর (যশোর) যশোরের মণিরামপুরে দেবর কর্তৃক জমি দখল, বিবাহ অস্বীকার ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে এক বিধবা নারী সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার (১১ এপ্রিল) মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন শাহীদা বেগম (৫০) নামের ওই নারী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহীদা বেগম নিজেই। এ সময় তার পুত্রবধূ রেখা খাতুনসহ পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। শাহীদা বেগম অভিযোগ করে বলেন, তার স্বামী নূরুল ইসলাম প্রায় ১০ বছর পূর্বে মারা যাওয়ার পর দেবর এনায়েত গোলদার (৫৫) তাকে প্রলোভন ও মানসিক চাপ প্রয়োগ করে বিয়ের সম্পর্ক গড়ে তোলেন। যদিও কোনও বৈধ কাগজপত্র ছাড়াই এক যুগ ধরে সংসার করার পর এখন তিনি সেই সম্পর্ক অস্বীকার করছেন। তিনি আরও জানান, কাশিপুর গ্রামের এনায়েত গোলদার, তাজাম্মুল গোলদার এবং জুড়ানপুর গ্রামের হামিদ মোড়ল মিলে তাকে স্বামীর ভিটেমাটি থেকে উচ্ছেদ করার চেষ্টা চালিয়ে আসছেন। একাধিকবার বাধা সৃষ্টি করে বাড়ির পথ বন্ধ করে দেয়ার অভিযোগও করেন তিনি। এমনকি বাড়ির মধ্যে প্রাচীর তুলে চলাচল বন্ধ করে দেয়া হয়েছে বলেও দাবি করেন। শাহীদা বেগম জানান, বিষয়টি নিয়ে তিনি একাধিকবার মণিরামপুর থানা ও যশোর সার্কেল অফিসে অভিযোগ করলেও প্রতিকার পাননি। বরং প্রতিপক্ষরা ক্ষমতা ও অর্থের জোরে সব মহলকে ‘ম্যানেজ’ করে চলেছে। এনায়েত গোলদার ও হামিদ মোড়লের বিরুদ্ধে তাকে খুন করে লাশ গুম করার হুমকিরও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে শাহীদা বেগমের পুত্রবধূ রেখা খাতুন বলেন, পরিবারটি এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। ন্যায়বিচারের আশায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সদস্য এস এম তাজাম্মুল, সুমন চক্রবর্তী, সাজ্জাদুল ইসলাম, নাহিদ হাসান প্রমুখ।

Apr 11, 2025 - 23:13
 0  6
মণিরামপুরে দেবরের বিরুদ্ধে ভাবীর সংবাদ সম্মেলন: স্বামীর বাড়ি দখল ও হত্যার হুমকির অভিযোগ।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow