গাজায় হামলার প্রতিবাদে ত্রিশালে বিক্ষোভ থেকে ইসরায়েলি পণ্য বর্জণের ডাক

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি— গাজায় ইসরায়েলি বর্বর গণহত্যার প্রতিবাদে উত্তাল ত্রিশালের রাজপথ। একই সাথে তৌহিদী জনতা জায়নবাদী ইজরাইলের পণ্য বর্জনের ডাক দিয়েছে তারা। এ মুহুর্তে বাংলাদেমের মানুষের সবচেয়ে বড় কাজ হলো ফিলিস্তিনিদের পাশে দাড়াতে ইজরাইলের পণ্য বর্জনের মাধ্যমে প্রতিবাদে শরিক হওয়া।  শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুম্মা পৌর শহরের গোহাটা মসজিদ থেকে ইত্তেফাকুত ত্বলাবা ত্রিশালের আয়োজনে বিশাল ফিলিস্তিনি পতাকা হাতে বিক্ষোভ মিছিল শুরু করে।  বিক্ষোভটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এতে হাজার হাজার মুসলিম তৌহিদী জনতা অংশ নেন।পরে বাসষ্ট্যান্ড মোড়ে প্রতিবাদ সমাবেশে ইত্তেফাকুত ত্বলাবা ত্রিশালের সভাপতি পরিষদ সদস্য ইসহাক মাহমুদের সভাপতিত্বে ও আব্দুল্লাহ ইকবালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইত্তেফাকুত ত্বলাবার পক্ষ থেকে মাহদি হাসান শাফি, সানাউল্লাহ, ছাত্র প্রতিনিধি আবুল হাসান, আল ইহসান ত্বলাবা পরিষদের সুয়াদ তানজিম প্রমূখ। মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবু তাহের।এছাড়াও সকালে গজায় নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে একই সময়ে কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ত্রিশালের সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অপরদিকে বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে ত্রিশাল পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Apr 11, 2025 - 23:22
 0  3
গাজায় হামলার প্রতিবাদে ত্রিশালে বিক্ষোভ থেকে ইসরায়েলি পণ্য বর্জণের ডাক

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow