বাংলাদেশে কর্মভিত্তিক নেতৃত্ব গঠনে ‘ফসল’-এর ব্যতিক্রমী মানবিক পদক্ষেপ
ধুনট (বগুড়া) প্রতিনিধি: "সুদক্ষ নেতৃত্ব, সমৃদ্ধ বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের ৬৪টি জেলায় নীরবে বিপ্লব ঘটাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ফসল’ (FOSOL.ORG)। শৈশব থেকেই শিশুদের মাঝে নেতৃত্বের বীজ বপনের অভিপ্রায়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে এই সংগঠনটি। তাদের লক্ষ্য—সুন্দর গ্রাম, সুশৃঙ্খল সমাজ, মানবিক রাষ্ট্র, দক্ষ জনশক্তি ও সুশিক্ষিত জাতি গঠন। পাহাড়ি ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, গ্রামীণ পাঠাগার স্থাপন, বৃক্ষরোপণ, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি, দুস্থদের চিকিৎসা সহায়তা, নারী অধিকার প্রতিষ্ঠা, বন্যাদুর্গতদের সহায়তা, বেকার যুবকদের কর্মসংস্থান, প্রযুক্তি সহায়তা ও ল্যাপটপ বিতরণসহ নানা মানবিক কর্মকাণ্ডে ব্যাপক দৃষ্টান্ত স্থাপন করছে ‘ফসল’। ইংরেজিতে FOSOL এর পূর্ণরূপ—Foundation of Social Organization Leadership। সংগঠনটির মূলমন্ত্র—“দক্ষ নেতৃত্বই উন্নয়নের মূল ভিত্তি”। এই অসাধারণ উদ্যোগের পেছনে রয়েছেন এক অনুপ্রেরণাদায়ক ব্যক্তি—মুশফিক রহমান, যিনি বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে আমেরিকাপ্রবাসী। স্কুল জীবন থেকেই কর্মভিত্তিক নেতৃত্ব গঠনে তার আগ্রহ ছিল প্রবল। প্রায় দুই দশক আগে মাত্র দুই টাকা অনুদান দিয়ে বন্ধুদের সঙ্গে শুরু হয় ‘ফসল’-এর পথচলা। বর্তমানে আমেরিকায় অবস্থানরত স্বেচ্ছাসেবীদের নিয়ে তিনি পরিচালনা করছেন এই সংগঠনটি, যা দেশের তরুণ প্রজন্মকে একটি ইতিবাচক ও মানবিক প্ল্যাটফর্মে নিয়ে আসছে। সংগঠনের স্বেচ্ছাসেবী সাইফুল ইসলাম নাবিল বলেন, “ফসল সংগঠন বাংলার বুকে এক টুকরো স্বচ্ছ হাসির নাম। আমি এই সংগঠনের একজন ক্ষুদ্র স্বেচ্ছাসেবী হতে পেরে গর্বিত। ফসল-এর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।” মানবিক উদ্যোগ আর নেতৃত্ব গঠনের এই দুর্দান্ত মিশন সত্যিই অনুকরণীয়। ‘ফসল’ যেন প্রতিটি ঘরে, প্রতিটি হৃদয়ে নেতৃত্বের আলো ছড়িয়ে দেয় এই কামনাই থাকে সকলের।

আপনার অনুভূতি কী?






