শেখ হাসিনা ছিল ভারতের গোলামী সরকার : খেলাফত মজলিস

খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির আহমদ আলী কাসেমী বলেছেন, শেখ হাসিনার সরকার ছিল ভারতের এক ধরনের গোলামী সরকার। ভারত সরকার বিগত ৩টি নির্বাচনে শেখ হাসিনাকে নিলর্জ্জভাবে সমর্থন করেছে। রোববার (২৫ আগস্ট) দুপুরের দিকে জেলা খেলাফত মজলিশের আয়োজনে মানিকগঞ্জ শহরের শহীদ স্মৃতিস্তম্ভের পদদেশে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভোটারবিহীন নির্বাচন করে তিনবার অবৈধভাবে ক্ষমতায় ছিল শেখ হাসিনা। সে সময় খুন, গুম করে মানুষকে আয়নাঘরে নিয়ে নির্যাতন করেছে। কিন্তু আয়নাঘর কোনো জেলখানা নয়। এই স্বৈরাচার মনে করেছিল চিরদিনের জন্য ক্ষমতায় থাকবে। সে আর ক্ষমতাচ্যুত হবে না। কিন্তু ছাত্র-জনতা সংগ্রাম করে বুকের তাজা রক্ত ঝড়িয়ে বাংলাদেশের মানুষকে মুক্ত করেছে।তিনি আরও বলেন, ছাত্র-জনতার স্বাধীনতাকে নসাৎ করতে শেখ হাসিনা দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে। ভারত অসময়ে তাদের বাঁধ খুলে দিয়েছে।এ সময় জেলার খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম ফরায়েজির সভাপতিত্বে অন্যদের মধ্য বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেস শেখ মুহাম্মদ সালাউদ্দিন, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন, জেলা কমিটির সভাপতি পীর কামেল মাওলানা নুরুল ইসলাম ফরায়েজী, সাধারণ সম্পাদক মাওলানা সামছুল ইসলাম, শ্রমিক মজলিসের সভাপতি মাওলানা জাবের আল সাফা, জেলা যুব মজলিশের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, হরিরামপুর উপজেলা সভাপতি মাওলানা ফয়সাল আহমেদ প্রমুখ।সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন খেলাফতে মজলিসের নেতাকর্মীরা।

আগস্ট 25, 2024 - 19:08
 0  4
শেখ হাসিনা ছিল ভারতের গোলামী সরকার : খেলাফত মজলিস

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow