অভয়নগরে পি এফ জি 'র ফলোআপ মিটিং অনুষ্ঠিত
গাজী আবুল হোসেন ' সহিংসতা নয় ঐক্যের বাংলাদেশ ঘড়ি ' সর্বত্র মানুষ সহিংসতার বিরুদ্ধে ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে অভয়নগর পিএফজি গতকাল বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটরিয়ামে এক ফলোআপ মিটিং এর আয়োজন করে | অধ্যাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং অধ্যক্ষ আব্দুল লতিফ এর সঞ্চালনায় গতকাল ২৯ আগস্ট বৃহস্পতিবার বিকেলে মিটিংটি অনুষ্ঠিত হয় | অনুষ্ঠানে চলমান পরিস্থিতি এবং আগামী পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় |বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) , বাংলাদেশ আওয়ামীলীগ, জাতীয় পার্টি, সিপিবি সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধি ও পিএফজি এর সদস্যরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন | অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাঙ্গার প্রজেক্ট এর আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম , অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি এম্বাসিডর অধ্যক্ষ খায়রুল বাশার , সহকারি অধ্যাপক অ্যাম্বাসেডর সেলিম হোসেন ,জাতীয় পার্টির সিনিয়র নেতা মনিরুজ্জামান মনি , আওয়ামী লীগের নেতা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাপিয়া খানম , যশোর জেলা পরিষদ সদস্য আওয়ামীলীগ নেতা লায়লা খাতুন, অভয়নগর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান, বিএনপি নেতা সহকারী অধ্যাপক হাবিবুর রহমান,সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা ফিরোজ আলম, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, সিপিবি নেতা সহকারি অধ্যাপক চিনময় বিশ্বাস ,জাতীয় পার্টির নেতা প্রহ্লাদ সাহা প্রমূখ | আগামী পরিকল্পনায় সেপ্টেম্বর মাসে কয়েকটি মিটিং করার সিদ্ধান্ত গৃহীত হয় l অভয়নগরের কোথাও যেন কোন সহিংসতা না হয় সে লক্ষ্যে দলমত নির্বিশেষে একযোগে কাজ করা সিদ্ধান্ত গৃহীত হয় |
আপনার অনুভূতি কী?