অভয়নগরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টে চলিশিয়াকে হারিয়ে রোমান স্মৃতিসংঘ বিজয়ী
স্টাফ রিপোর্টারঃ যশোরের অভয়নগরে বাগদাহ যুব সংঘের উদ্যোগে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বাগদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাগদাহ যুব সংঘের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় উপজেলার চলিশিয়া ফুটবল একাদশ ও রোমান স্মৃতিসংঘ ফুটবল একাদশ অংশ গ্রহণ করে। খেলায় চলিশিয়া একাদশকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে রোমান স্মৃতি সংঘ একাদশ। খেলার প্রথমার্ধে কোন গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে রোমান স্মৃতি সংঘের ৫ নম্বর জার্সিধারী খেলোয়াড় হাসান শেখ একটি গোল করে দলের বিজয় নিশ্চিত করেন। খেলা শেষে উভয়দলের খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। চলিশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মাদ আলী বেগ সোনার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি। বিশেষ অতিথি ছিলেন, চলিশিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি তরফদার ইনামুল হাসান পলাশ, যশোর জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক সাদ্দাম হোসেন সরদার, বিএনপি নেতা মকর আলী মেম্বার, তরিকুল ইসলাম গাজী, আব্দুর রশিদ মোল্লা প্রমুখ। খেলাটি পরিচালনা করেন, ইব্রাহিম হোসেন।
আপনার অনুভূতি কী?