অভয়নগরের বিল বালিয়াডাঙ্গায় অবৈধ চায়না দুয়ারি জাল ও নেট-পাটা উচ্ছেদ অভিযান।

স্টাফ রিপোর্টার অবৈধ চায়না দুয়ারি জাল, ভেসাল, নেট-পাটায় সয়লাব হয়ে যাওয়া বিল বালিয়াডাঙ্গায় গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব আমিনুর রহমান বিশেষ এক উচ্ছেদ অভিযান চালিয়েছেন। উপজেলার ০৭ নং শুভরাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম ও নওয়াপাড়া নৌপুলিশের সহযোগিতায় প্রাথমিকভাবে লেবুগাতী ব্রিজ থেকে শুরু করে বিল বালিয়াডাঙ্গার বিভিন্ন খাল-নালায় অভিযান চালিয়ে অসংখ্য চায়না দুয়ারি জাল ও নেট উদ্ধার করেন। বেশ কয়েকটি ভেসাল ভেঙ্গে গুড়িয়ে দেন। পানি প্রবাহ প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে অনেকগুলি আড়পাটা কেটে দেয়া হয়। অভিযানে নওয়াপাড়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সঙ্গে ছিলেন। উচ্ছেদ অভিযান নিয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন চায়না দুয়ারি জাল এমন একটি জাল যে জালে ছোট বড় সকল প্রকার মাছই আটকে যায়। ডিমওয়ালা ও ছোট ছোট মাছ ধরা পড়ার কারণে খাল বিলে দেশি প্রজাতির মাছ দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে। নেট দিয়ে আটকিয়ে ভেসাল জালের মাধ্যমেও সব ধরনের মাছ ধরছে মৎস্যজীবীরা। এছাড়া আড়পাটা দেয়ার কারণে স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে আড়পাটা সহ সকল প্রকার অবৈধ উপকরণ উচ্ছেদ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান এক ধরনের অবৈধ ইলেক্ট্রিক শর্ট লাঈট রয়েছে যা দিয়ে মাছকে বেহুশ করে ফেলা যায়, সেই লাঈট উদ্ধারেও অভিযান পরিচালনা করা হবে। তিনি আরো বলেন শুধু অভিযান করে সব নির্মূল করা যাবেনা। এলাকাবাসীর এব্যাপারে সচেতন হতে হবে। ইউনিয়ন চেয়ারম্যান বললেন আমি ইউনিয়নবাসীকে এব্যাপারে সচেতন করার লক্ষে এলাকায় মাইকিং করেছি। অভিযান পরিচালনা করার কথাও মাইকিং করে জানিয়েছি, তারপরও কেউ অবৈধ উপকরণ সরিয়ে নেয়নি বলে উপজেলা মৎস্য কর্মকর্তাকে নিয়ে এই অভিযান চালানো হয়েছে। অভিযান শেষে লেবুগাতী ব্রিজের সন্নিকটে উদ্ধারকৃত জাল ও নেট পুড়িয়ে ধ্বংস করা হয়।

Sep 26, 2024 - 20:12
 0  5
অভয়নগরের বিল বালিয়াডাঙ্গায় অবৈধ চায়না দুয়ারি জাল ও নেট-পাটা উচ্ছেদ অভিযান।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow