অভয়নগরে অর্থনৈতিক শুমারি জোন-২ এর সমাপনী সভা অনুষ্ঠিত
অনিক দাস, স্টাফ রিপোর্টার।।। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আওতায় সারাদেশ সহ অভয়নগর উপজেলায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর জোন-২ সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। "অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন,নতুন বাংলাদেশ বির্নিমাণে অংশ নিন " এই প্রতিপাদ্য কে বুকে ধারন করে দেশ ও জনগনের কল্যাণে সেবা দান করতে হবে। রোজ সোমবার সকাল ৯ ঘটিকায় রাজঘাট জাফরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস কক্ষে অর্থনৈতিক শুমারি-২০২৪ এর মূল শুমারির তথ্য সংগ্রহের জন্য শুমারিতে মাঠ পর্যায়ে কার্যত্রুম শেষ হয় ২৬শে ডিসেম্বর ২০২৪ তারিখে এবং সকল গননাকারীর থেকে অফিসিয়াল ডিভাইস বা ট্যাব,ম্যাপ জমা নেওয়া হয়েছে। অর্থনৈতিক শুমারির ২০২৪ এর জেলা পরিসংখ্যান ব্যুরোর সমন্বয়কারী ঊর্ব্বশী গোস্বামী ও অভয়নগর উপজেলা পরিসংখ্যান ব্যুরোর সমন্বয়কারী মিলন কুমার ঘোষ এর সার্বিক দিক-নির্দেশনায় শুমারির কার্যক্রম সফলভাবে সুসম্পূন করা হয়েছে । জোন -২ এর মাস্টার ট্রেইনার জনাব মোঃ মাহাবুব হোসেন হাজরা ও আইসিটি সুপারভাইজার শেখ হূমায়ন কবির এর তত্ত্বাবধানে ও পর্যাবেক্ষণে শুমারির কার্যক্রম সফলভাবে সুসম্পূন হয়েছে । জোন -২ এর মাস্টার ট্রেইনার জনাব মোঃ মাহাবুব হোসেন হাজরা বলেন, অর্থনৈতিক শুমারির সকল কার্যক্রম অভিজ্ঞতা সম্পূর্ণ সুপারভাইজার ও কর্মঠ গণনাকারী গণের সহযোগিতায় কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সফল করেছি। গনণাকরী রশ্মি খাতুন বলেন আমরা অর্থনৈতিক শুমারীর কার্যক্রম করার সময় শ্রদ্ধেয় জোনাল অফিসার ও সুপারভাইজার গন সর্বক্ষনিক খোঁজখবর নিয়েছেন এবং আমাদের সাথে সরাসরি কাজ করেছেন।আরও আমাদের জেলা কর্মকতা বৃন্দ সরাসরি এসে আমাদের কার্যক্রম পর্যাবেক্ষণ করেছে। অর্থনৈতিক শুমারির জোন -২ এর সুপারভাইজার বাদশা ফয়সাল, ইমরান গাজী, তরুিকুল ইসলাম,মোঃ আরংগো জেব, মধু চন্দ্রিমা,ঐশ্বর্য রায় , লামিয়া আক্তার মিম , রাজু আহমেদ,রিজভী এবং গণনাকারী ফারাহানা আক্তার, তোফায়েল হোসেন, রশ্মি খাতুন, কুলসুম খাতুন, আকাশ সহ অনেকে উপস্থিত ছিলেন এবং বিকাল ৪ ঘটিকায় সমাপনী অনুষ্ঠান শেষ হয়।
আপনার অনুভূতি কী?